স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেছেন- শীতার্তদের শীত নিবারণের জন্য সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। সরকার সাধ্যমতো জনকল্যাণে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি রবিবার মাধবপুর উপজেলার সুরচা চা বাগানে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে একথা বলেন। এসময় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম, সুরমা চা বাগান ব্যবস্থাপক বাবুল সরকার সহ পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com