স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী একরামুল হক ও ওয়ার্ক এসিস্ট্যান্ট নিখিল চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ১৫ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের তত্ত্বধায়ক প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঝিলুয়া গ্রামের জয়ন্ত চৌধুরী। অভিযোগের অনুলিপি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে জয়ন্ত চৌধুরী উল্লেখ করেন- প্রতি বছর হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড পিআইসি গঠন করে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে। আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক এসিস্ট্যান্ট নিখিল চৌধুরীর বাড়ি আজমিরীগঞ্জ উপজেলায় হওয়ায় তিনি তার নিজের লোকদের নিয়ে বিগত ৪/৫ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একরামুল হকের সহযোগিতায় নিজের পছন্দের লোকদের কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের করছেন। পরবর্তীতে ওই প্রকল্পের কাজগুলো নিজেদের মনোনীত বাস্তবায়ন কমিটি দিয়ে করা হয়। প্রতি বছর আজমিরীগঞ্জ উপজেলায় ১৫/২০টি প্রকল্পের মাপঝোক করা হয়। বিগত ২০২১-২২ সাল থেকে শুরু করে ২০২৩-২৪ অর্থ বছরে ঝিলুয়া গ্রামেই প্রায় ২ কোটি টাকার ৮/১০টি প্রকল্প গ্রহণ করা হয়। ওই কাজগুলো বাস্তবায়ন কমিটির সভাপতি মনোনীত করা হয় নিখিলের বড় ভাই অসীম কুমার চৌধুরীকে। এসব কাজ থেকে নিখিলের মাধ্যমে একরামুল হক ২০/২৫ পারসেন্ট কমিশন নিচ্ছেন। ওই কমিশন নেওয়ার ফলে অসীম ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম করছেন। সঠিক ভাবে কাজ না করায় প্রতি বছর বাঁধগুলো ভেঙ্গে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষক। বিগত অর্থ বছরে ঝিলুয়া গ্রামের ৪টি প্রকল্প থেকে অসীম ইঞ্জিনিয়ার ইকরামুল ও নিখিলকে ৬ লাখ টাকা ঘুষ প্রদান করেন। যে বিষয়টি ঝিলুয়া গ্রামবাসীর জানা রয়েছে। চলতি অর্থ বছরেও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের মাপঝোক করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য নিখিল তার পছন্দের লোকজনের সাথে আলোচনা করছেন। যে প্রকল্পগুলোতে ঘুষ পাওয়া যাবে শুধু সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। অন্য প্রকল্পগুলো বাতিল করা হবে। এ অবস্থায় হাওরের ফসল রক্ষার জন্য সঠিক ভাবে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে বাঁধগুলো নির্মাণ করার দাবির পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী জয়ন্ত চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com