![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2025/01/002-5.jpg)
স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জস্থ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আহবায়ক সফিকুল বারী আওয়াল এর নেতৃত্বে সফল ও স্বার্থকভাবে সম্পন্ন হয়েছে। পুনর্মিলনীর এ মিলনমেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সকলেই ফিরে যান স্মৃতির ক্যাম্পাসে। বিপুল উৎসাহ উদ্দীপনায় গত শনিবার কুুয়াশাচ্ছন্ন সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের টি-শার্ট ও ক্যাপ সংগ্রহের মাধ্যমে ১ম পর্ব শুরু হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার, প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারসহ প্রাক্তন ও বর্তমান চবিয়ানদের শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে আনন্দময় র্যালি সম্পন্ন হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সকালের নাস্তা শেষে সফিকুল বারী আওয়াল স্বাগত বক্তব্যের মাধ্যমে পুনর্মিলনীর ২য় পর্বের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে ছিল প্রকাশনা মোড়ক উন্মোচন, ব্যাচ পরিচিতি, স্মৃতিচারণ, খেলাধূলা, পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রকাশনা মোড়ক উন্মোচন করেন প্রদীপ কুমার দাসগুপ্ত এবং পুনর্মিলনী উদযাপন কমিটি। বিভিন্ন উপ কমিটির সদস্যসহ প্রাক্তন চবিয়ানদের সহযোগিতায় হবিগঞ্জস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা সফল ও স্বার্থক হয়।
মিলনমেলা সফল করতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের প্রদীপ কুমার দাসগুপ্ত, তমাল কুমার বিশ্বাস, এসএম শাহনূর, মুজিবুর রহমান, জাহান আরা খাতুন, ফরাশউদ্দিন আহমেদ শরীফী, সফিকুল বারী আওয়াল, সৈয়দ আহসানুর রেজা, আবুল ফতেহ ফাত্তাহ, সৈয়দ সোয়ের আহমেদ, মোঃ জাহাঙ্গীর ভূইয়া, মোঃ ইমরান রউফ, নূরুল ইসলাম বুলবুল, আব্দুস সবুর তরফদার বাবুল, আবু মোঃ আব্দুল হান্নান, নিজামুল হক লস্কর, ইলিয়াছ বখত চৌধুরী জালাল, নজমুল হক, আব্দুর রহমান তরফদার বাবলু, শরফউদ্দিন আহমদ চৌধুরী ইকবাল, শাহ ইজাজ রহমান অলি, মোঃ ফখরুদ্দিন, মোঃ আলী আজগর, অধ্যাপক শাওকত হোসেন, প্রফেসর মোঃ হারুন মিয়া, জামিলুর রহমান চৌধুরী হেলাল, মোঃ আবিদুর রহমান, নূরুল আমীন শোয়েব, শাহ ফখরুজ্জামান, জামালউদ্দিন, এনামুল হক, সদস্য সচিব এএফএম খায়রুল ইসলাম খোকন প্রমূখ।
র্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলা শেষ হয় এবং আহবায়ক সফিকুল বারী আওয়াল আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।