স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সরকারি রাস্তা থেকে কেটে নেয়া গাছ স্থানীয় একটি স’মিল থেকে জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার সকালে মনতলা ভূমি অফিস ও জগদীশপুর বিট অফিস যৌথ অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করে।
উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর-সন্তোষপুর এলাকায় ডিসি রোডের পাশ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম রানা ৭টি আকাশ-মনি গাছ কেটে নিয়ে যান। এ ব্যাপারে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে রবিবার সকালে মনতলা ভূমি অফিস ও জগদীশপুর বিট অফিস যৌথ অভিযান চালায়। এসময় স্থানীয় একটি স’মিল থেকে গাছগুলো জব্দ করা হয়। রবিবার রাত ৯ টায় সহকারি কমিশনার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান- জব্দকৃত গাছ সিলেট বন বিভাগের রঘুনন্দন রেঞ্জ, জগদীশপুর বিট কাম চেক স্টেশনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম রানা উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর-সন্তোষপুর এলাকায় ডিসি রোডের পাশ থেকে ৭টি আকাশ-মনি গাছ কেটে নিয়ে যান। খবর পেয়ে মনতলা ভূমি অফিসের তহসিলদার মোঃ মজিবুর রহমান ও সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে সরকারি রাস্তার পাশ থেকে গাছ কেটে নেয়ার প্রমাণ দেখতে পান। এ নিয়ে সংবাদকর্মীরা সংবাদ প্রকাশ করলে রবিবার সকালে গাছগুলো জব্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com