স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে প্রবাসী দিপু মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গত ২৩ জানুয়ারি দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-৯ সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জানুয়ারি বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালনী এলাকায় দিপু মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ৩, ৪, ৫, ৯, ১৫ ও ২০ নম্বর আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুর রহমান (৪০) ও গাজিউর রহমান (৩০), গিয়াস উদ্দিনের ছেলে সালাউদ্দিন ওরফে সালেক মিয়া (৩২) ও মোহাম্মদ আলী ওরফে অলি উদ্দিন (৩৫), আছকির মিয়ার ছেলে মো. ইদু মিয়া (৫০) এবং মৃত সওদাগর মিয়ার ছেলে সিজিল মিয়া (৩৬)। এদের সকলের বাড়ি কালনী গ্রামে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।