বর্ধিত ভ্যাট প্রত্যাহার কর, নিত্যপণ্যের দাম কমাও, রেশন ব্যবস্থা চালু কর। জুলাই-আগষ্ট হত্যাকান্ডের বিচার ও পুনর্বাসন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকারের পরিবেশ সৃষ্টি করতে হবে। কেন্দ্র ঘোষিত সপ্তাহ ব্যাপী গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচী উপলক্ষে ২২ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ স্থানীয় আরডি হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসব দাবি জানানো হয়। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সম্পাদক কমরেড ডাঃ সাজিদুল হক রুবেল। কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কমরেড পীযূষ চক্রবর্তীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন- কমরেড আব্দুর রশিদ, আজমান আহমেদ, অ্যাডভোকেট মুখলিছুর রহমান, অ্যাডভোকেট মুরলী ধর দাশ, রনজন কুমার রায়, আতাউর রহমান, মোঃ ধনু মিয়া প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com