স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে উদ্ধার হওয়া মস্তকবিহীন পঁচা গলা লাশ দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম হবিগঞ্জ।
আঞ্জুমানে মফিজুল ইসলামকে এক চিঠিতে আজমিরীগঞ্জ থানার এসআই ফারুক আহম্মেদ জানান, গত ২১ জানুয়ারি আজমিরীগঞ্জ পৌরসভার নগর সাকিনে কুশিয়ারা নদীর পূর্ব পাড়ে একটি ধানের জমির উপর সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বস্তার মধ্যে মাথা ছাড়া সম্পূর্ণ পঁচা গলা একটি মৃত দেহ পাওয়া যায়। লাশের অঙ্গের বিভিন্ন ছোট বড় হাড় শরীর থেকে বিচ্ছিন্ন এবং কোমড়ের পঁচা মাংশের অংশ দেখা যাচ্ছিল। লাশের দুই হাতের কজির উপরে পুথির মালা বাঁধা। মৃতদেহটি পুরুষ না মহিলার তা বুঝা যায়নি। লাশের পরিচয় পাওয়া না যাওয়ায় পিবিআই ও সিআইডি হবিগঞ্জ এর মাধমে লাশ শনাক্ত করার চেষ্টা করা হয়। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। এ প্রেক্ষিতে বুধবার আঞ্জুমানে মফিদুল ইসলাম হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থানে লাশ দাফন করে। দাফনে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজসহ মুসল্লীয়ান।