![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2025/01/001-5.jpg)
৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামী লীগ নেতারা আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু আমরা পালিয়ে যাইনি। আমরা জেলে গিয়েছি, আইনীভাবে মোকাবেলা করেছি, কিন্তু দেশ ছেড়ে পালাইনি। আমরা নির্বাচনে অংশ নিয়েছি, আওয়ামী লীগের নৌকার প্রার্থীকে পরাজিত করে মেয়র হয়েছি। যারা মানুষের জন্য রাজনীতি করে তারা কোনো দিন পালায় না। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই সভা অনুষ্টিত হয়। সভায় জি কে গউছ আরও বলেন- রাজনীতি করে টেন্ডারবাজি করা যাবে না, খাল-বিল দখল করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। রাজনীতি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণে। আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ জুলুম করেছে, অন্যায় করেছে, জোর জবরদস্তি করেছে বলেই আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন দেশ ছাড়া, বাড়ি ছাড়া, সমাজ ছাড়া হয়েছে। আওয়ামী লীগের এই পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
তিনি বলেন- আবু জাহিররা হাজার চেষ্টা করেও আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা দিতে পারেনি। এক সেকেন্ডের সাজা দিতে পারেনি। আমার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা হয়েছে, কিন্তু পারেনি। কারণ আমি রাজনীতি ও ব্যবসা এক সাথে করি না। তাই রাষ্ট্র আমার বাড়ি সম্পদ ক্রোক করতে পারিনি, কোনো দিন পারবেও না ইনশাআল্লাহ।
জি কে গউছ বলেন- বিএনপি চায় দেশের মানুষ ক্ষমতার অংশীদারি হউক। মানুষের ভোটে এমপি নির্বাচিত হউক, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। এ জন্য আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২ বছর পূর্বেই ৩১ দফা ঘোষণা দিয়ে বলেছেন, বিএনপি এককভাবে ক্ষমতায় গেলেও সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করবে।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম আনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক ও অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, এম জি মোহিত, সৈয়দ রিয়াজ আহমেদ, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এস এম আউয়াল, মুজিবুর রহমান, মোহাইমিন চৌধুরী ফুয়াদ, মর্তুজা আহমেদ রিপন, কাজী শামছু মিয়া, জালাল আহমেদ, শাহ রাজীব আহমেদ রিংগন প্রমূখ।