নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার আহবান জানিয়ে বলেছেন- এ ধরনের অপরাধ সংঘটিত হলে বিজিবিকে তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করুন। এছাড়াও সীমান্ত এলাকায় যেকোনো আন্তঃসীমান্ত অপরাধ শনাক্ত হলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য পরামর্শ দিয়ে তিনি আরোও বলেন- সীমান্ত সুরক্ষা কেবল বিজিবির দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সকলের সহযোগিতায় আমরা একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ সীমান্ত এলাকা নিশ্চিত করতে পারব।
গতকাল ২৩ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত এলাকায় মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তিন রাস্তার মোড়ে সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত বিষয়ে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণসহ আনুমানিক ১৫০ জন।
সভা শেষে স্থানীয় জনগণ বিজিবি কর্তৃক নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানান এবং বিজিবি সদস্যদের প্রতি তাদের পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com