নিজস্ব প্রতিনিধি ॥ বিশিষ্ট সমাজসেবক যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক) এর সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাতে হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সে স্কাই কিং রেস্টুরেন্টে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স প্রবাসী ফারুক আহমেদ। সংগঠনের আহবায়ক মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ মশিউর রহমান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছালেহ আহমদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হায়দার আলী, সুভাষ চন্দ্র দেব নাথ, মোঃ আবুল ফজল, মোঃ আব্দুল আহাদ, মোঃ নোমান মিয়া, মোঃ জাকারিয়া চৌধুরী, নুরুল হক টিপু, আলমগীর আলম, ছালেহ আহমেদ চৌধুরী, জয়নাল আবেদীন, শামীম আহমেদ, আইউব আলী, মহিবুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন-আকবর হোসেন তালুকদার স্বপন প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। তিনি এলাকায় শিক্ষা ক্রীড়ার উন্নয়নসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখছেন। তারা আকবর হোসেন তালুকদার স্বপনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।