মোহাম্মদ কামরুল হাসান ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি এর উপশাখা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে দাউদনগর বাজারস্থ সাহার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব্যাংকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ আব্দুল মমিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জাহির আহমেদ সোহেল, মোঃ সবুজ মিয়া, সাংবাদিক কামরুল হাসান প্রমূখ।
বক্তাগণ বলেন, আইএফআইসি ব্যাংক সামাজিক কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আগামীতেও ব্যাংকটি সকল সামাজিক কর্মকা-ে মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।