স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় ইয়াহিয়া মিয়া (৯) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নসরতপুর এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে ও নসরতপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াহিয়া গতকাল দুপুরে মাদরাসা থেকে বের হয়ে বাইপাস সড়ক ধরে বাড়ি ফিরছিল। পথে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com