স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সদর উপজেলার পইল গ্রামের কবির মিয়ার কন্যা শান্তা আক্তার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ এনে গত ১৪ জানুয়ারি সদর থানায় মামলা করেন। এ প্রেক্ষিতে ১৫ জানুয়ারি সদর থানার এসআই প্রদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ বহুলা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মতিনের পুত্র শান্তার স্বামী কাওসার মিয়া ও তার দেবর শরীফ মিয়াকে আটক করে আদালতে সোপর্দ করে।
জানা যায়, ২০২২ সালে শান্তার সাথে কাওসারের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে মালপত্রসহ উপহার সামগ্রী দেয়া হয়। এরপরও আসামিরা যৌতুকের জন্য শান্তাকে নির্যাতন করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com