স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরের জোয়াল ভাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানার এস.আই সাইদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে আশ্রব আলী একই গ্রামের গিয়াস উদ্দিনের জমিতে কাজ করে না দেয়ায় তার ছেলে বোরহান উদ্দিন আশ্রব আলীকে মারধোর করে। আশ্রব আলী আহত হয়ে বিচার দিতে গেলে আবারও তাকে মারধোর করা হয়। পরে এ নিয়ে দু’গোষ্টির লোকজনের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত আশ্রব আলী (৩২), আসগর আলী (৬৫), রোকশানা (৩২), মহরম আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), রহিম মিয়া (২৫), হারিছ আলী (৩৮), জিয়ার উদ্দিন (২৫), বোরহান মিয়া (৩০), জসিম মিয়া (৩৫), বাহারউদ্দিন (২৫) ও শরীফউদ্দিনকে (২৫) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে এস.আই সাইদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।