লিগ্যাল এইড কার্যালয়ের সামনে আক্রমণ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় তলায় লিগ্যাল এইড কার্যালয়ের সামনে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় ৪ জনকে ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ওই ৪ আসামীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ডের আদেশ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন। সাজাপ্রাপ্ত আসামীরা হলো- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ওমর আলী মাস্টারের ২ মেয়ে শিরিন আক্তার, মাহিদা আক্তার ও ২ ছেলে মঈন উদ্দিন আহমেদ মান্না ও মাহবুব মিয়া।
মামলার বিবরণে জানা যায়- বানিয়াচং পুরানবাগ এলাকার মরহুম ময়না মিয়ার ছেলে মতিউর রহমান উল্লখিত আসামীদের বিরুদ্ধে সিআর-১১৩/২১ইং (বানি:) মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে শিরিন আক্তার উক্ত মামলা আপোষ করার নিমিত্তে লিগ্যাল এইডে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে লিগ্যাল এইড এর বিচারকের নির্দেশে ২০২৩ সালের ১৩ জুলাই মতিউর রহমান লিগ্যাল এইড কার্যালয়ে আসেন। শুনানির সময় প্রথমত অসংলগ্ন কথাবার্তা বলেন শিরিন আক্তার গং। এক পর্যায়ে শিরিন গং সিআর ১১৩/২১ইং (বানি:) মামলায় আনিত সকল অভিযোগ স্বীকার করেন। যার প্রেক্ষিতে নিজেদের দোষ স্বীকার করেন এবং কৃতকর্মের জন্য মতিউরের নিকট ক্ষমা প্রার্থী হন। এক পর্যায়ে ক্ষতিপূরণ বাবত শিরিন গং বিচারকের সামনে ২০ হাজার টাকা মতিউর রহমানকে দিবেন বলে স্বীকার করেন। মতিউর রহমান দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। উভয়পক্ষ একমত না হওয়াতে বিচারক শম্পা রেজা আপোষ না হওয়ায় শুনানি সমাপ্তি করেন। মতিউর লিগ্যাল এইড কার্যালয় থেকে বের হওয়ার পর পরই আসামীরা তার উপর আক্রমণ করে। এ সময় মতিউর লিগ্যাল এইড অফিসে পুনরায় প্রবেশ করে নিজেকে রক্ষা করেন। পরবর্তীতে মতিউর আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই রায়ে মতিউর সন্তোষ প্রকাশ করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com