স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর কোর্ট এলাকা থেকে এক পকেটমারকে আটক করেছে জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রায় প্রতিদিনই কোর্টে আসা লোকজন পকেটমারের কবলে পড়েন। তারা সুকৌশলে গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। যদিও মাঝে মধ্যে দুয়েকজন ধরা পড়ে, কিন্তু আইনের ফাঁক গলিয়ে পুনরায় তারা বেরিয়ে এসে এসব কাজে জড়িয়ে পড়ে। গতকাল সোমবার দুপুরে সদর কোর্ট এলাকায় পকেটমারতে গিয়ে জনতার হাতে এক পকেটমার ধরাশায়ী হয়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com