স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে অনশন শুরু করেছে এক যুবতী। পরে অবশ্য স্থানীয় মাতব্বরদের আশ^াসে সে অনশন তুলে নিয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়- মাতব্বররা টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের বল্লভপুর গ্রামে।
জানা যায়, ওই গ্রামের কামাল মিয়ার পুত্র ইমন তালুকদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই ইউনিয়নের গোসাইনগর গ্রামের কুরবান আলীর মেয়ের। প্রায় ৬ বছর পূর্বে ইমন ওই যুবতীকে মুড়ারবন্দ মাজারে নিয়ে ওলি আউলিয়াকে সাক্ষী রেখে তাকে বিয়ে করে স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করে। তাদের ২ কন্যা সন্তান জন্ম নিলেও তারা মারা যায়। এদিকে তাকে রেখে ইমন দ্বিতীয় বিয়ে করে বউকে বাড়িতে না নিয়ে ভাড়া বাসায় সংসার শুরু করে। সম্প্রতি ইমন শৈলজুড়া গ্রামের জনৈক যুবতীকে বিয়ে করে। বিষয়টি জানতে পেরে ইমনের বাড়িতে গিয়ে ওই যুবতী অনশন শুরু করে। ওই সময় এলাকার জনৈক শ্রমিক নেতা টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করেন। কিন্তু এতে ওই যুবতী অনীহা প্রকাশ করে। কোথাও বিচার না পেয়ে গতকাল সে হবিগঞ্জ কোর্টে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে প্রশাসনের আশ^াসে সে বাড়ি ফিরে যায়।
প্রতারণার শিকার ওই যুবতী জানায়- সে পরিবারের অমতে ইমনকে বিয়ে করেছিলো। কিছুদিন আগে ইমন তাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছে। তাকে স্ত্রীর স্বীকৃতি না দিলে সে আত্মহত্যার হুমকি দেয়।