স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। শুক্রবার হবিগঞ্জ সুরবিতানে শতাধিক দরিদ্র অসহায় লোকজনদের মধ্যে নগদ লক্ষাধিক টাকার সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে তরুণ উদ্যোক্তা তানভীর তোহার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, নারীনেত্রী শিমু আক্তার চৌধুরী, হবিগঞ্জ স্টুডেন্ট কেয়ার কেজি এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান, সমাজসেবক মর্তুজা হাসান রিপন, সাংবাদিক এস এম সুরুজ আলী প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক। অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রবাসে থেকে এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন স্থানে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। সংগঠনটি বিগত করোনা, বন্যার সময় নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও গৃহহীনদের গৃহনির্মাণ, দরিদ্র পরিবারের মেয়ে বিবাহ দেওয়া, দরিদ্র ও শিক্ষা বৃত্তি প্রদানসহ এলাকার ক্রীড়া উন্নয়নেও কাজ করছে। তারা সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।