স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে নজরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে দ্বিতীয় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এসআই সুজন শ্যামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল শহরতলীর বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের পুত্র।
পুলিশ জানায়, নজরুল স্ত্রীকে মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে তার স্ত্রী থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে চাঁদপুর থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।