মোহাম্মদ কামরুল হাসান ॥ শায়েস্তাগঞ্জে সন্ধ্যা রাতে বিকাশ ব্যবসায়ীকে অজ্ঞান করে ক্যাশ বাক্স থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্টেশন রোডের ধন মিয়া মার্কেটে মনসুর টেলিকমে এ ঘটনা ঘটেছে।
বিকাশ ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, তার ছেলে আশিক মিয়া মসজিদে এশার নামাজ পড়ে দোকান খোলে বসে। এসময় অপরিচিত জনৈক মহিলা মার্কেটের মালিকের বাসায় প্রবেশের চেষ্টা করলে আশিক বারণ করে। ওই সময় ৩ জন পুরুষ মানুষ এসে বিকাশে টাকা পাঠানোর জন্য কথা বলছিল। এরই এক পর্যায়ে হঠাৎ একজন পুরুষ সাদা একটি কাগজ থেকে পাউডার ছিটিয়ে দিলে আশিক অজ্ঞান হয়ে পড়ে। তখন অপর একজন তার গলায় ধারালো ক্ষুর ধরে ক্যাশ বাক্স থেকে ৩৫ হাজার টাকা নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ বলেন, বিষয়টি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।