স্টাফ রিপোর্টার ॥ গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি টিম নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান ও রমাকান্ত গোঁফকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বানিয়াচং সেনা ক্যাম্প। অভিযানে ২০ বোতল বিদেশী মদ, ৫ লিটার বাংলা মদ, ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট ও দেশীয় মদ বিক্রি করার ৭শ’ খালি বোতল উদ্ধার করা হয়েছে। গ্র্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মোসাব্বির রহমান এর ছেলে ও রমাকান্ত গোঁপ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুর এর ছেলে। অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী শফিকুর রহমান ও রমাকান্ত গোঁফকে উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।