শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়স্তাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেছেন- খেলাধুলা শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা শিক্ষা দেয়। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) জহুর চান বিবি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান ও হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রভাষক মো. শাহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান রিপন। এতে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ ও কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য ইমদাদুল হক মিলন।