স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের উপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১ টায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর প্রাইমারী স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত কামাল উদ্দিন খানকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত কামাল উদ্দিন খান জানান- সোমবার সকালে তিনি পেশাগত দায়িত্ব পালনকালে আকষ্মিক উমেদনগর পশ্চিম হাটি এলাকার মৃত তমিজ উদ্দিনের পুত্র উজ্জল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামী জালাল উদ্দিন জুয়েল তার উপর হামলা চালায়। এ সময় তার সাথে থাকা নগদ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে কামাল উদ্দিন খানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও উজ্জলকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দ।