স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জুয়ার সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- উবাহাটা গ্রামের মকবুল হোসেনের পুত্র শাহ মোস্তফা (৪০) ও দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল মন্নাফের পুত্র সুমন মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস তাস ও নগদ ৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com