অপু আহমেদ রওশন ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকাবাসীর উদ্যোগে অপরাধমূলক কর্মকা- বন্ধ করতে কমিটি করা হয়। এরপর থেকে এলাকাবাসীর নেতৃত্বে যুবসমাজ সম্মিলিত কমিটির মাধ্যমে মাদক সেবন, বিক্রয় ও চুরি ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এছাড়াও অপকর্মের সাথে জড়িত এক ডজনেরও বেশী মাদক কারবারী ও সেবনের সাথে জড়িতদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। কিন্তু এখনও অনেক মাদকাসক্ত ও ব্যবসায়ীরা ভয়ে স্থান পরিবর্তন করে আস্তানা করেছে হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার হরিপুর খোয়াই নদীর বাঁধ ও শ্যামলীতে। ওইসব এলাকায় অবাধে ইয়াবা বিক্রি ও সেবন করা হচ্ছে।
এ বিষয়ে নাতিরাবাদ এলাকার বসুন্ধরা সংসদের ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম জানান, বিগত কয়েকদিন যাবত হরিপুর খোয়াই নদীর পাড়ে মাদক সেবন ও কারবারিদের আনাগোনা দেখা যাচ্ছে। তাই দ্রুত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। এলাকাবাসী আরও জানান বিভিন্ন এলাকা থেকে শহরের হরিপুর, খোয়াই নদীর বাঁধে গভীর রাত পর্যন্ত উঠতি বয়সের যুবকদের আনাগোনা দেখা যায়, এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজ হুমকির মুখে আছে। তাই দ্রুত মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন তিনি।