স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের পরিচিত মুখ সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর নিখোঁজ রয়েছেন। তাকে না পেয়ে পরিবারে বিরাজ করছে উদ্বেগ উৎকন্ঠা। বৃহস্পতিবার রাতে উপবন ট্রেনে ঢাকায় যাবেন বলে তিনি বাসা থেকে বের হন। এর পর থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এতে পরিবারের লোকজনের মাঝে সন্দেহ সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১ টা অবধি তার কোন খবর পাওয়া যায়নি।