মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে স্বাধীন বাংলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, সমাজসেবক সৈয়দ মাসুক, আব্দুল আহাদ, দিদার তালুকদার রানা। পরে অতিথিদেরকে স্বাধীন বাংলা ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন- সমাজসেবক লুৎফুর রহমান নাঈম, মোঃ ওয়াসিউজ্জামান নিপু, মোঃ মিলন মিয়া, সুজন আহমেদসহ প্রমুখ। প্রচুর দর্শক খেলা উপভোগ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com