স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে হাইকোর্টের নির্দেশ অমান্য করে এক সংখ্যালঘুর ভূমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করছেন এক আওয়ামীলীগ নেতা। ওই ভূমিতে যাতে ঘর নির্মাণ না করতে পারেন এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব বড়চর এলাকার প্রয়াত নিরোদ পুরকায়স্থের ছেলে আশিষ পুরকায়স্থ।
অভিযোগে উল্লেখ করা হয়- শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহম্মদ মৌজার জেএল নং-১৫৪, খতিয়ান নং-৫৯০, দাগ নং-১১০৫, ১১০৮ এর ৬ শতক জমি পৈত্রিক সূত্রে মালিক আশিষ পুরকায়স্থ। অভিযোগে তিনি বলেন বিগত ভূমি জরিপে তাপাসী (বড়চর) এলাকার বাসিন্দা প্রভাবশালী আব্দুল নুরের ছেলে ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা রজব আলী আমাদের উল্লেখিত ভূমির দাগ তাদের নামে আরএস পর্চায় উঠিয়ে নেয়। পরবর্তীতে ২০২৩ সালের তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমি নিয়ে হবিগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-৩২১-২০২৩ইং। উক্ত মামলাটি আদালতে বিচারাধীন। ওই ভূমির উপর সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিভিশন মোকদ্দমায় স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশনা রয়েছে। হাইকোর্টের সিভিল রিভিশন মামলার নং-৪৫৬৪। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ ভূমি জোরপূর্বক দখলে নিয়ে রজব আলী গং গৃহ নির্মাণ করছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আশিষ পুরকায়স্থ গত ২৮ নভেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবো।