স্টাফ রিপোর্টার ॥ এসেড হবিগঞ্জ এর সার্বিক ব্যবস্থাপনায় হাওরের কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গবেষণার জন্য বাঘজুরে সুৎসুই সান হাওর রিসার্চ এন্ড রিসোর্স ডেভেলমপেন্ট সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে নবীগঞ্জ সড়কের বাঘজুর এলাকায় গবেষণা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেয়ার দ্যা প্লানেট জাপান এর চেয়ারপার্সন টেটসুও সুৎসুই, হবিগঞ্জ ধান গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হীরেন্দ্র নাথ বর্মন, এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, মোহাম্মদ নুর উদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত গবেষণা কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদেশী সংস্থার গবেষকরা এখানে এসে হাওর অঞ্চলের কৃষকদের মান উন্নয়ন ও জীবন যাত্রা নিয়ে গবেষণা করবেন।