হবিগঞ্জ পৌরসভায় সফরকারী দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন ঢাকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের সাথে সাক্ষাৎ করেছে। রবিবার সচিবালয়ের অফিস কক্ষে সচিব মোঃ সাইদুর রহমানের সাথে দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন পরিচালক পার্ক হিউনের নেতৃত্বে সফরকারী দলের সদস্যরা সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সফরকারী দল হবিগঞ্জ পৌরসভায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প কর্মসূচী পালন ও অন্যান্য কর্মসূচীর কথা তুলে ধরে। মোঃ সাইদুর রহমান এ কর্মসুচীর প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও একই দিন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা মন্ত্রণালয়ের সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. এনামুল হাবিবের সাথে সাক্ষাত করে দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com