স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অতিপরিচিত মুখ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু চৌধুরী পরলোকগমন করেছেন। গতকাল রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি পরলোকগমন করেন। প্রয়াত রাজু চৌধুরী শহরের বাণিজ্যিক এলাকার স্বর্গীয় কানু চৌধুরীর পুত্র। গতকাল রাতেই কালীবাড়ি মন্দিরে প্রয়াতের শেষ কৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আছে।