নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটি ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী ও নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ।
প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণা অনুযায়ী নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বর বেলা ১টা থেকে ৩টার মধ্যে প্রেসক্লাব ভবন হতে নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ করতে হবে। ১৭ ডিসেম্বর বেলা ১টা হতে ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ওইদিনই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১৯ ডিসেম্বর বেলা ১টা হতে ২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৫ ডিসেম্বর দুপুর ১২টা হতে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
তফশিল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারসহ সাংবাদিকবৃন্দ।
তফসিল ঘোষণার পূর্বে সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনুর দাদীর সুস্থতা কামনায় মোনাজত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com