নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন কাজী শামীম। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যোগদান করে বিদায়ী ইউএনও মনজুর আহসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
নবাগত ইউএনও কাজী শামীম উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
যোগদানের পূর্বে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার সদর উপজেলায়। তিনি ৩৫তম ব্যাচ (বিসিএস) এর একজন কর্মকর্তা। অপরদিকে বিদায়ী ইউএনও মনজুর আহসান ফেনীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী হয়েছেন। তিনি ৩৪তম ব্যাচ (বিসিএস) এর একজন কর্মকর্তা।