সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের গোপালপুর গ্রামের ক্ষিতীশ সরকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সহ ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ৬নং বুল্লা ইউনিয়নের গোপালপুর গ্রামের সুধীর সরকারের ছেলে সবুজ সরকার, শালদিঘা গ্রামের মৃত শেরে আলী মিয়ার পুত্র ইসমাইল মিয়া ও ইসমাইল মিয়ার স্ত্রী খোদেজা বেগম, ভরপূর্ণী গ্রামের মৃত মোবাশ্বের আলীর পুত্র মোঃ কবির মিয়া (৫৩), মোঃ কবির মিয়ার পুত্র শাকিল মিয়া (২২), একই গ্রামের বাছির মিয়ার পুত্র মোঃ নাজমুল ইসলাম (২৮)।
সূত্র জানায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় একদল পুলিশ ৪ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেফতার করে।
ওসি জানান- ৫ ডিসেম্বর বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।