নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহীর জরুরী সভায় প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এম.এ মুহিত, মোঃ তৌহিদ চৌধুরী, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, শাহ সুলতান আহমদ, মোঃ মুজিবুর রহমান, হাবিবু র রহমান চৌধুরী শামীম।
সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বর্তমান সভাপতি রাসেল চৌধুরী এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। উক্ত নির্বাচন কমিশন নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫ সালের কমিটি নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রেস বিজ্ঞপ্তি