স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামের ইউসুফ আলীর বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন আদালত। ২৭ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান এ আদেশ দেন।
আদালত ও মালা সূত্রে জানা যায়, ২০২২ সালের বড়কান্দি গ্রামে দু’পক্ষের বিরোধ নিস্পত্তি করতে শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিস বৈঠক চলাকালীন ওই গ্রামের নেওয়াজ আলী স্ট্রোক করে মারা যান। পরবর্তীতে এ ঘটনায় নেওয়াজ আলীর স্বজনরা তাকে প্রতিপক্ষের ইছব আলী তালুকদার গং হামলা করে হত্যা করেছে এমন অভিযোগ এনে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইছব আলীকে প্রধান আসামী করা হয়। ৩ নভেম্বর সকালে এর জের ধরে নিহত নেওয়াজ আলীর পক্ষের মিন্নত আলী, জহুর আলী, দেওয়ান আলী গং ইছব আলীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। হামলায় ইছব আলী তালুকদারের ভাই আব্দুর রউফ, মিলন চান বেগম, লীল বাহার বেগম ও সাইদুল ইসলাম আহত হন। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ইছব আলী বাদি হয়ে বানিয়াচং থানায় ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালতে ৯ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়। বিজ্ঞ আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আসামী মজম আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। তাছাড়া আসামি মিন্নত আলী ও জহুর আলীকে ৬ মাসের কারাদন্ড এবং ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন পেশকার রুপক চন্দ্র আচার্য্য।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com