শহরে যানজট নিরসনে চৌধুরী বাজার খোয়াই ব্রিজে ওয়ানওয়ে চালু
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে যানজট নিরসনের লক্ষ্যে চৌধুরী বাজার খোয়াই ব্রিজে ওয়ান ওয়ে সিস্টেম চালু করা হয়েছে। এ লক্ষ্যে ওই এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ট্রাফিক পুলিশের টিআই জিয়া খান, সার্জেন্ট রুপন দেব, জেলা ব্যাটারি চালিত টমটম ইজিবাইক শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি সানিউল হক, সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম খোকন প্রমূখ। সভায় উপস্থিত সকলেই যানজট নিরসনের লক্ষ্যে খোয়াই ব্রিজে ওয়ান ওয়ে সিস্টেম চালু করার উপর জোর দেন। তাছাড়া শহরে যানজট নিরসনে অবৈধ মিশুক ও অটোরিক্সার বিরুদ্ধে আজ থেকে প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।