স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃতি ফুটবলার ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী নেতা ভূপেন্দ্র রায় চৌধুরী ওরফে বি রায় চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বি রায় চৌধুরীর নিজ গ্রাম বানিয়াচংয়ের রঘুচৌধুরী পাড়া মহল্লায় মৃত্যুবার্ষিকী পালন করা হয়। শুরুতেই স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ভূপেন্দ্র রায় চৌধুরী’র সমাধিস্থলে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি রায় চৌধুরীর পুত্র, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী শিপ্রা আচার্য্য, অবসরপ্রাপ্ত শিক্ষক কবির মিয়া, সাংবাদিক এস এম খোকন, তকবাজখানী তিন মহল্লার সর্দার জুলফি খান তিতু, সুচিত্রা রায় চৌধুরী রাখি প্রমুখ।
বক্তারা বলেন- উপমহাদেশের ফুটবলাঙ্গনে তিনি বি রায় চৌধুরী হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র জীবনেই স্বদেশী আন্দোলনে যোগ দেন। তার বীরত্বগাঁথার কথা আজও অনেকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।