স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে একটি ষাড় নিয়ে মাংস বিক্রেতা বিপাকে পড়েছেন। কোন কিছুতেই ওই ষাড়টিকে তিনি বাগে আনতে পারছেন না। ফলে তিনি ষাড়টি জবাইও করতে পারছেন না। ষাড়টি যেদিকে পারছে দৌড়া দৌড়ি করে পালানোর চেষ্টা করছে। ওই ষাড়টি দেখতে উৎসুক জনতা ভিড় জামাচ্ছেন। এ সময় অনেককেই এটি পাগলা গরু বলে মন্তব্য করতে শুনা গেছে।
জানা যায়, গত বুধবার শায়েস্তানগর বাজারের মাংস বিক্রেতা মাসুক মিয়া আড়াই লাখ টাকা দিয়ে একটি লাল রংয়ের ষাড় কিনে আনেন। ষাড়টি তিনি ঘরে বেঁধে রাখলে ওই দিন রাত ৩ টার সময় এটি গোডাউনের সার্টার ও পানির মোটর ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে ওই ঘরে থাকা আরও দুইটি গরুকে আঘাত করে। রাতেই তাকে সরিয়ে অন্যত্র গাছের সাথে বেঁধে রাখা হয়। এক পর্যায়ে টানা-হেচড়া করে গরুটি দড়ি ছিড়ে চলে যাওয়ার চেষ্টা করে। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সারাদিন ওই ষাড়টি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com