চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাপটারহাওরে এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানান, ওই গ্রামের রাজু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের তার ভাতিজা তোতা মিয়ার ছেলে হাছন মিয়ার (৩৫) জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজু মিয়ার বসতভিটায় হাছন মিয়ার লোকজন হামলা চালায়। হামলায় রাজু মিয়া গুরুতর আহত হলে, প্রথমে তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজু মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুর ১টায় মারা যান।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, জমিজমা সক্রান্ত বিরোধের জেরেই এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তে সব বেরিয়ে আসবে।