![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/11/008-7.jpg)
স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী জে. কে. এন্ড এইচ. কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। পরে শত বছরের স্মারক হিসেবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) আলোচনা সভা শেষে বিকেলে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সংস্থানকৃত প্রধান কার্যালয়ে স্কুলের প্রাক্তন ছাত্র সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব শফিকুর রহমান সিতুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, এম জি মুহিত, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ফেরদৌস আহমেদ, শ্যামল আহমেদ, ডা. মইন উদ্দিন ইমন, আনসার আহমেদ পলাশ, মহিবুল আলম জীবন, ওয়াসিম উদ্দিন, সাংবাদিক সাইফুর রহমান তারেক, আমিনুল হক বাপ্পি, মোজাম্মেল হোসেন জুমন, রবিন চৌধুরী, শেখ লিটন, রাজিব গোপ, মোফাজ্জল হোসেন ইমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জহিরুল হক বলেন, জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের শত বছর পূর্তি অনুষ্ঠান হবে একটি মাইল ফলক। আমরা শতবর্ষ পূর্তি ও শিক্ষক শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানটিকে কেবল পুরনো দিনে ফিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দেশে-বিদেশে প্রতিষ্ঠিতদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে আমরা জে কে এন্ড এইচকে হাই স্কুল তথা হবিগঞ্জের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে চাই।