স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ সংলগ্ন একটি মোরগের দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল প্রায় সোয়া লাখ টাকার মোরগ ও মোরগের খাবারসহ বিভিন্ন পণ্য নিয়ে গেছে। এমন চুরির ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
শহরের জঙ্গল বহুলা গ্রামের মেসার্স সাজন পোল্ট্রি হাউজের মালিক সাজন মিয়া জানান, ১৯ নভেম্বর রাতে যেকোনো সময় দোকানের পেছনের নেট কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল মোরগের খাবার ১০ বস্তা, ৩শ’ মোরগ, পানির মোটর, সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।