স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে আওয়ামীলীগ কর্মী মোশাহিদ তার ভাতিজাকে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্র জানায়, হবিগঞ্জ শহরতলীর বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের মোঃ সালাম মিয়ার ছেলে টমটম চালক শাওনকে (১৬) কয়েকদিন আগে একটি টমটম গাড়ি ভাড়া দেয় একই এলাকার মৃত সজলু মিয়ার পুত্র কাজী মোশাহিদ। গত ৪ নভেম্বর হবিগঞ্জ শহরের চৌধুরী নুরুল হেরা মসজিদের মাহফিল শেষে রাত ১টায় টমটম নিয়ে বাড়ি ফিরে শাওন। মোশাহিদের ছোট ভাই দুজন মিলে যখন টমটম গাড়িটি মোশাহিদের গ্যারেজে চার্জে লাগিয়ে শাওনের বাড়িতে প্রবেশ করবে ঠিক তখনই মোশাহিদ পিছন থেকে নতুন তৈরী করা মাছ ধরার বল্লম দিয়ে আঘাত করলে শাওনের চিৎকারে মোশাহিদ পালিয়ে যায় বলে জানান আহতের মা। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শাওনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ার সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসী জানান আহত শাওন মোশাহিদের আপন ফুফাতো ভাইয়ের ছেলে, শাওনকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসাতেই এমন কাজ করে থাকতে পারে। একই এলাকার ছমেদ মিয়ার জায়াগা দীর্ঘদিন যাবত মোশাহিদ গং জোরপূর্বক দখলে নেয়। পরে ছমেদ মিয়া বাদী হয়ে আদালতে মামলা করে তাদের পক্ষে রায় পাওয়ার পর থেকেই মোশাহিদ আরও ক্ষিপ্ত হয়ে উঠেন, শুধু তাই নয় কিছুদিন পূর্বে নিরীহ ছমেদ মিয়ার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন মোশাহিদ।
মোশাহিদের বিচার চেয়ে আহত শাওনের মা একটি ভিডিও সাক্ষাৎকারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তার সাক্ষাতকার ফেসবুকসহ স্যোসাল মিডিয়ায় সাড়া ফেলেছে। শাওনের মা এ বিষয়ে হবিগঞ্জের সেনাবাহিনীর কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। তিনি জানান, বর্তমানে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com