১৫ কার্যদিবসের মধ্যে ডিবিকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিলাল নগর ও তেলঘরি গ্রামের মধ্যবর্তী এলাকা থেকে চলছে অবৈধ বালু উত্তোলন। দিনে রাতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে নদী পারের শত শত ক্ষের ফসলি জমি। এছাড়াও অবাধে বালু উত্তোলনের ফলে ভেঙে যাচ্ছে এলাকার রাস্তা ঘাট, বিলীন হচ্ছে ঘর বাড়ি। এ ব্যাপারে হবিগঞ্জের স্থানীয় ও জাতীয় নানা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আলীম এর আমলী আদালত-৪ এ মামলাটি হয়। আদালত আগামী ১৫ দিনের মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ প্রদান করেন। একই সাথে সরেজমিনে ঘটনার প্রাথমিক সত্যতা পেলে আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কার্যক্রম বন্ধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। মামলায় আসামী করা হয় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকসহ অজ্ঞাতদের।