স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি সারের ডিলারশীপ ব্যবসায়ী মনজু কান্তি রায়ের গুদাম থেকে অবৈধভাবে ৫০ বস্তা সার পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৪ টায় পৌর শহরের বাঁশ মহাল ফেরিঘাট এলাকা থেকে সারসহ সুব্রত দাস (২৫) নামে ওই যুবককে আটক করেন উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোর্তিময় সরকার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম সুব্রত দাসকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড ও আটককৃত সার জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাবলিক প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে সার পাচারের খবর পেয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোর্তিময় সরকার সুব্রত দাসকে বাঁশমহাল এলাকায় সারসহ আটক করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক সুব্রত দাসকে অর্থদন্ড ও সার জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, অবৈধভাবে সার পাচারের সময় সুব্রত দাস নামে একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড ও ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com