মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বিয়ে বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোস্তফা বাবুকে (৩৫) দেশীয় অস্ত্র সহ আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, দাউদকান্দি, সরাইল, হবিগঞ্জ ও লাখাই থানায় ৯টি ডাকাতির মামলা রয়েছে। মোস্তফা বাবু লাখাই উপজেলার স্বজন গ্রামের সহিদুল্লাহ এর ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার বাখরনগর গ্রামের এখলাছুর রহমানের বাড়িতে একটি বিয়ে ছিল। বিয়ে বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোস্তফা বাবু সহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল শুক্রবার দিবাগত গভীর রাতে ওই বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিয়ে বাড়ির অদূরে অবস্থান নেয়। বিষয়টি আঁচ করতে পেরে বাড়ির লোকজন জড়ো হয়ে শোর চিৎকার দিলে গ্রামবাসী ধাওয়া করে ডাকাত মোস্তফা বাবুকে একটি ধারালো কিরিচ সহ আটক করে। এ সময় তার অন্য সহযোগিরা কৌশলে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এ ব্যাপারে একটি ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে। চিকিৎসা দিয়ে আটক ডাকাত মোস্তফা বাবুকে আদালতে প্রেরণ করা হয়েছে।