সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা ও নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রিপন শীল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়। বিকেল সাড়ে ৩ টায় সদর থানার ওসি আলমগীর কবির এ তথ্য দেন।
গ্রেফতার নোমান হোসেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের হাজী সেলিম উদ্দিনের ছেলে। তাকে গত শুক্রবার (১ নভেম্বর) সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ আটক করে। ওই দিন রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানান, রিপন শীল হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নোমানকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রয়োজন হলে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।