মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডাইরী করেছেন। শনিবার দুপুরে তিনি সাধারণ ডায়েরি করেন যার নং- ৮৯।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে ১০ জন ইউপি সদস্য বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগপত্রে তিনি সহ ১০ জন সদস্য স্বাক্ষর করেন। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান আলাউদ্দিনের ছেলে আজমাইন আদিল কৌশিক এবং আউলিয়াবাদ গ্রামের মৃদ আইনউদ্দিন মাস্টারের ছেলে আল আমিন সহ ৩/৪ জন শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ইউপি সদস্য সেলিনা আক্তারের বাড়ীতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং অভিযোগ প্রত্যাহারের নিদের্শ দেয়। অন্যথায় তাকে খুন করা হবে বলে হুমকি প্রদান করা হয়।
এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে ইউপি সদস্য থানায় সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি তদন্ত করার জন্য এসআই সাইদুল রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।