নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বাড়ির জায়গা নিয়ে বিরোধে জের ধরে যুবলীগ নেতা আমির হামজা ও তার সহযোগি আলমগীরের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের উপর হামলা অভিযোগ উঠেছে। হামলায় আহত সুজিত সূত্রধরকে চিকিৎসা করা হয়েছে। এ ব্যাপারে সূজিত সূত্রধর আজমিরীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার শুক্রবাড়ী এলাকার প্রয়াত চন্দ্র কুমার সূত্রধরের ছেলে সুজিত সূত্রধরের সাথে তার পাশ্ববর্তী বাড়ির মরহুম আহাদ মিয়ার ছেলে আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমির হামজার দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত ৩ মাস পূর্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমিন দ্বারা অভিযোগকারী সূজিত সূত্রধরের মৌরসী ভূমি মাপজোক করে সীমা-সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণ করার সময় কারো কোন আপত্তি ছিল না। কিন্তু ভূমি সীমানা নির্ধারণ করার পর দেখা যায়, তার জায়গায় অভিযুক্ত আমির হামজার আম, জাম, ডোমরা ও লেবু সহ কয়েকটি গাছ পড়ে যায়। স্থানীয় মুরুব্বীয়ানগণ এ বিষয়টি অবগত হয়ে আমির হামজাকে ১ মাসের মধ্যে গাছগুলো তুলে নেওয়ার নির্দেশ দেন। এ প্রেক্ষিতে হামজা মুরুব্বীয়ানদের গাছ তুলে নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে সুজিত সূত্রধর হামজাকে গাছ তুলে নেওয়ার কথা বললে হামজা তুলে নেওয়ার কথা বলে সময় কর্তন করেন। এক পর্যায়ে হামজা সুজিতের সাথে খারাপ আচারণ করেন এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় সুজিত সূত্রধর তার জমিতে কাজ করতে গেলে হামজার রোপনকৃত গাছের জন্য কাজ করতে অসুবিধা হয়। এ সময় সুজিত হামজার বোনকে অসুবিধার কথা খুলে বললে তিনি সুজিতকে গাছের ডাল কাটার পরামর্শ দেন। কিন্তু গাছের ডালপালা কাটার কথা শুনে হামজা তার লোকজনদের নিয়ে সুজিতের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামজার মোটর সাইকেলের চাবি দিয়ে সুজিতের চোখে আঘাত করেন। এতে সুজিত আহত হন। পরে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে হামজার সহযোগি আলমগীর সুজিতের বাড়িতে এসে হুমকি দিয়ে যায় বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে।
এ ব্যাপারে সুজিত সূত্রধর জানান, আজমিরীগঞ্জের শানবাড়ী মৌজার খতিয়ান নং- ২৩৯, জেএল নাং-৩০, দাগ নং-৬৯০ এর মোট ১৬ শতক ডোবা রকম ভূমির মৌরসী সূত্রে আমরা মালিক। কিন্তু আমির হামজা বেআইনি আমার জায়গায় গাছ রোপন করেন। তার কবল থেকে আমার জায়গা উদ্ধার করতে গিয়েই আমি হামলার শিকার হয়েছি। ইদানিং তার সাঙ্গপাঙ্গরা আমাকে ও আমার পরিবারকে ভারতে পাঠানোর হুমকি দিচ্ছে। এতে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছি।