স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটি কম্পিউটার গায়েব হয়ে গেছে। খোঁয়া যাওয়া কম্পিউটারের খোঁজ পেতে নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়েছে বিজ্ঞপ্তি।
সরেজমিন গিয়ে দেখা যায়, হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দ্বিতীয় তলার নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি টাঙ্গানো হয়েছে। যেখানে লিখা আছে, ‘এতদ্বারা অত্র দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে, ২০২৩-২০২৪ অর্থবছরে রেজিলেন্ট ইনফাস্ট্রাকচার ফর এ্যাডাপটেশন এন্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রকল্প থেকে দুইটি নতুন কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী অত্র দপ্তরে প্রদান করা হয়। প্রাপ্ত কম্পিউটারের মধ্যে একটি কম্পিউটার ব্যবহৃত হলেও অন্য একটি কম্পিউটার অত্র দপ্তরে পাওয়া যাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। যেহেতু ইহা সরকারি সম্পত্তি সেহেতু ইহার রক্ষণাবেক্ষণ করা সকলের নৈতিক দায়িত্ব। সমগ্র অফিস তদারকী করেও উক্ত কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী পাওয়া যাচ্ছে না বিধায় অত্র অফিসের সকলকে অবহিত করা হলো। অত্র দপ্তরে রক্ষিত একটি কম্পিউটার (সিপিইউ, মনিটর, ইউপিএস) পাওয়া যাচ্ছে না। কেউ ভুলবশত নিয়ে থাকলে অফিসে রেখে যাওয়ার জন্য বলা হলো। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এই নোটিশটিতে কোন স্মারক নম্বর, তারিখ কিংবা কর্মকর্তার স্বাক্ষর না থাকলেও এর আশপাশে এই দপ্তরের বিভিন্ন কর্মকর্তা স্বাক্ষরিত একাধিক নোটিশ রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন রুমি বলেন, বিষয়টি শুনে সত্যি অবাক হচ্ছি। এমন হওয়ার কথা নয়। বুঝতে পারছি না কেন এমন করে নোটিশ দিলেন? নোটিশটি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে থাকেন তাহলে বলবো এটি দায়িত্ব জ্ঞানহীন কান্ড। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি এই কম্পিউটারটি খুঁজে বের করে অপরাধীকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম এর সাথে মুঠোফোনে খোয়া যাওয়া কম্পিউটারটি পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পেলে জানানো হবে। নোটিশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নোটিশটি আমাদের অফিসের লোকজনই করেছে।